ঢাকা,  বুধবার
১৯ মার্চ ২০২৫

The Daily Messenger

যশোরে নিজ বাড়ির সামনে যুবককে গুলি করে হত্যা

যশোর প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:১৬, ১৮ মার্চ ২০২৫

যশোরে নিজ বাড়ির সামনে যুবককে গুলি করে হত্যা

ছবি: মেসেঞ্জার

যশোর শহরের রেলরোডে সাদি (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১২ টার দিকে পঙ্গু হাসপাতালের পাশে তার নিজ বাড়ির সামনে খুনের ঘটনাটি ঘটে। নিহত সাদি রেলরোড এলাকার শওকত আলীর ছেলে। নিহতের স্বজনরা জানিয়েছেন, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় সন্ত্রাসী ট্যাটু সুমন ও মেহেদিসহ কয়েকজন সাদিকে লক্ষ্য করে ৭/৮ রাউন্ড গুলি করে। এসময় দুটি গুলি তার শরীরে লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকরা জানান, সাদির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অ্যাম্বুলেন্সে ওঠানোর পর তিনি মারা যান ৷ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাকিরুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে সাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তার বুকে দুটি গুলির চিহ্ন রয়েছে বলে জরুরি বিভাগে দায়িত্বরত সেবক (নার্স) বাবুল গুপ্ত জানিয়েছেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী জানান, রেলরোডে সাদি নামে এক যুবককে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। খুনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে। 

মেসেঞ্জার/বিল্লাল/জেআরটি