
ছবি: মেসেঞ্জার
বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দূর্ঘটনায় নিহত ৬ ও আহত এক পরিবার পেলে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএর) সরকারি সহায়তা। বরিশাল বিশ^ বিদ্যালয় এর সামনে বাস চাপাঁয় সড়ক দূর্ঘটনায় নিহত শিক্ষার্থী মায়িশা ফওজিয়া মীম এর পরিবার কে ৫ লাখ টাকার সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন।
এ সময়ে সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে নিহত অরো ৭ টি পরিবার কে ৩৫ লাখ ও আহত এক পরিবার কে ১ লাখ টাকার মোট ৩৬ লাখ টাকার চেক দেয়া হয়। এসময়ে আরো উপস্থিথ ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লুচি কান্ত হাজং, বিআরটিএর সহকারী পরিচালক খালেদ মাহমুদ, মটরযান পরিদর্শক সৌরভ সাহা ও দেবাশিষ বিশ্ববিদ্যালয়ের। সড়ক দূর্ঘটনায় নিহত পরিবারের সদস্যরা জেলা প্রশাসন ও বিআরটিএর অর্থ সহায়তা পেয়ে কান্নায় ভেঙ্গে পরেন।
মেসেঞ্জার/সাঈদ/জেআরটি