ঢাকা,  বুধবার
১৯ মার্চ ২০২৫

The Daily Messenger

মাদারগঞ্জে ১১ মামলার আসামীর লাশ পড়ে ছিল রাস্তার ধারে

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩০, ১৮ মার্চ ২০২৫

আপডেট: ২০:৫৩, ১৮ মার্চ ২০২৫

মাদারগঞ্জে ১১ মামলার আসামীর লাশ পড়ে ছিল রাস্তার ধারে

ছবি: মেসেঞ্জার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গরু চুরির ১১ মামলার আসামি শাহীন মিয়ার (৪৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার লাশ মাদারগঞ্জ - সরিষাবাড়ি সড়কের  মাদারগঞ্জ উপজেলার পলিশা ব্রীজ সংলগ্ন রাস্তার পাশে পড়ে ছিলো। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মো. সাইদুর রহমান। নিহত শাহীন মিয়া জামালপুর সদর উপজেলার পশ্চিম নাছিরপুর এলাকার মৃত জাহেদ আলী নেদলের ছেলে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা ও ১০টি গরু চুরির মামলা রয়েছে।

মাদারগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান বলেন, 'গতরাতে মাদারগঞ্জে একটি পিকআপ ভ্যানে মো. শাহীন, জলিল ও অজ্ঞাত একজন অপরাধ সংঘটিত করার প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জলিলকে গ্রেপ্তার করা হলেও পালিয়ে যায় বাকি দুজন। এরপর সকালে বাজিতের পাড়া এলাকায় রাস্তার পাশে শাহীনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। আর পিকআপ ভ্যানটি পাওয়া যায় এক-দেড় কিলোমিটার দূরে।

মো. সাইদুর রহমান আরও বলেন, 'এরা মূলত সংঘবদ্ধ চোর। মো. শাহীনের নামে জামালপুরের বিভিন্ন থানায় হত্যা, গরু চুরিসহ ১১টি মামলা রয়েছে। প্রাথমিক সুরতহালে শাহীনের মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হয়ত পড়ে গিয়ে মুখ থেতলে যেতে পারে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

 

মেসেঞ্জার/জাহিদুর/জেআরটি