ঢাকা,  মঙ্গলবার
০১ এপ্রিল ২০২৫

The Daily Messenger

ঝিনাইদহে ঐতিহাসিক বদর দিবস উদযাপন

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৭, ১৯ মার্চ ২০২৫

ঝিনাইদহে ঐতিহাসিক বদর দিবস উদযাপন

ছবি : মেসেঞ্জার

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ঝিনাইদহে হেফাজতে ইসলাম বাংলাদেশের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টে জেলা শাখার উদোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি আরিফ বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জামায়াত নেতা এ্যাড. আব্দুর রশিদ, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি শাখওয়াত হোসেন, হেফাজতে ইসলামের জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ওসমান গনি, পৌর বিএনপির সভাপতি এ্যাড.সামচ্ছুজ্জামান লাকি, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক শাহজান আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সেসময় বক্তারা বলেন, বদর দিবস ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ৬২৪ খ্রিস্টাব্দে রমজানের ১৭ তারিখে সংঘটিত এই ঐতিহাসিক যুদ্ধে হজরত মুহাম্মদ (সা.) ও সাহাবায়ে কেরাম আল্লাহর ওপর ভরসা করে বিজয় অর্জন করেন। এই যুদ্ধ থেকে ত্যাগ, একতা, ঈমান ও সত্য প্রতিষ্ঠার শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। বর্তমান প্রজন্মকে এ শিক্ষায় উদ্বুদ্ধ করাই আমাদের দায়িত্ব। ইফতারের পূর্বে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/বিপাশ/তুষার