ঢাকা,  মঙ্গলবার
০১ এপ্রিল ২০২৫

The Daily Messenger

যশোরে দাদার লালসার শিকার শিশু পুতনি!

বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৯, ১৯ মার্চ ২০২৫

যশোরে দাদার লালসার শিকার শিশু পুতনি!

ছবি : মেসেঞ্জার

যশোরে এবার দাদার লালসার শিকার হয়েছে তার ১২ বছরের শিশু পুতনি। মণিরামপুর উপজেলার হাজরাকাটি গ্রামে এ ঘটনাটি ঘটে। সোমবার (১৭ মার্চ) ধর্ষণের ঘটনাটি ফাঁস হলে পুলিশ ধর্ষক লুৎফর রহমান গাজীকে আটক করে। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন। লুৎফর রহমান হাজরাকাটি গ্রামের মৃত জামির আলী গাজীর ছেলে।

ধর্ষকের স্ত্রী জানান, তার পুতনির চাচতো নানি সোমবার তাদের বাড়িতে বেড়াতে আসে। এসময় সে নানীর সাথে তাকে নিয়মিত ধর্ষণের ঘটনাটি বলে দেয়। পরে তা ফাঁস হয়ে যায়।

স্থানীয়রা জানিয়েছেন, শিশুটির পিতা একজন শারীরিক প্রতিবন্ধী। তিন বছর আগে দুই সন্তান রেখে তার স্ত্রী চলে যান। গত ১ মাসে লুৎফর তার শিশু পুতনিকে একাধিকবার ধর্ষণ করেছে। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। ঘটনাটি থানা পুলিশকে অবগত করা হয়। পরে পুলিশ লুৎফরকে গ্রেপ্তার করে।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, ভুক্তভোগী শিশুর চাচাতো নানী বাদী হয়ে লুৎফর গাজীকে আসামি করে ধর্ষণ মামলা করেছেন। লুৎফরকে গ্রেপ্তার করে মঙ্গলবার (১৮ মার্চ) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ওই শিশু পুলিশের হেফাজতে আছে।

মেসেঞ্জার/তুষার