ঢাকা,  শনিবার
২৯ মার্চ ২০২৫

The Daily Messenger

দোয়ারাবাজারে হতদরিদ্রদের মধ্যে চাল বিতরণ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২০, ১৯ মার্চ ২০২৫

দোয়ারাবাজারে হতদরিদ্রদের মধ্যে চাল বিতরণ

ছবি : মেসেঞ্জার

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে ভিজিএফ কার্ডধারী হতদরিদ্রদের মধ্যে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকালে সুরমা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে থেকে একযোগে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সুরমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশিদ।

এসময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা সৈকত আলী, ইউপি সচিব সামছুল আলম, ইউপি সদস্য আহসান উদ্দিন, হাছন আলী, মনির উদ্দিন, আব্দুল হামিদ, জামাল উদ্দিন, মাসুদ মিয়া, শাহজান মিয়া, জাহানারা বেগম, শেফালী বেগম প্রমুখ।

ইউপি চেয়ারম্যান হারুণ অর রশিদ জানান, মাথাপিছু ১০ কেজি হারে ৮০০টি দরিদ্র পরিবারের মধ্যে একযোগে চাল বিতরণ করা হয়েছে।

মেসেঞ্জার/আশিস/তুষার