
ছবি : মেসেঞ্জার
নোয়াখালীর সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মুসার বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও অভিভাবকরা।
বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সামনে ও থানা চত্বরে ওই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় শিক্ষার্থী এবং অভিভাবকরা সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মুসা স্যারের ষড়যন্ত্রমূলক বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান কর্তৃপক্ষের কাছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন আলা উদ্দিন আলো, আবু সাঈদ, ছাত্র সমন্বয়ক সদস্য মেহেরাব হোসেন, সাবেক ছাত্র মো. সুফল, মো. সোহরাব, মোজাম্মেল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, মুসা স্যার বিগত ২৬ বছর ধরে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হিসেবে শিক্ষকতা করে আসছেন।
তিনি উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি সকলের শ্রদ্ধেয় শিক্ষক এবং সকল ছাত্র ছাত্রীদের বিপদে সহায়তার হাত বাড়িয়ে দিতেন। তিনি খুব সুনামের সাথে চাকরি করে আসছিলেন। কিন্তু হঠাৎ করে গত ২মার্চ তাকে বান্দরবানে বদলি করা হয়। সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া যদি বদলির প্রয়োজন হতো তাহলে তাকে নোয়াখালীর মধ্যে কোথাও বদলি করা যেত।
মেসেঞ্জার/জাহাঙ্গীর/তুষার