ঢাকা,  শনিবার
২৯ মার্চ ২০২৫

The Daily Messenger

ফরিদপুরে পুকুর থেকে মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৪, ১৯ মার্চ ২০২৫

ফরিদপুরে পুকুর থেকে মরদেহ উদ্ধার

ছবি : মেসেঞ্জার

ফরিদপুর পৌরসভার কমলাপুর ডিআইবি বটতলা এলাকার একটি পুকুর থেকে এক ব্যক্তি মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতের নাম মোক্তার হোসেন। সে নারায়ণগঞ্জ জেলার উত্তর গোয়ালবন এলাকার আব্দুর রাশেদের পুত্র। সে দীর্ঘ সময় ধরে ফরিদপুরের চর কমলাপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছেন।

ফরিদপুরের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, বুধবার (১৯ মার্চ) বেলা সাড়ে ৯ টায় ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ নিহতের বাড়ির পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করেন।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, নিহত ব্যক্তি সকালে সাতটার দিকে বাসা থেকে বের হয়। বেলা সোয়া নয় টার দিকে স্থানীয়রা ওই পুকুরের মধ্যে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিকভাবে লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন নেই।

মেসেঞ্জার/নাজিম/তুষার