ঢাকা,  শনিবার
২৯ মার্চ ২০২৫

The Daily Messenger

বাগাতিপাড়ায় ফিল্মি স্টাইলে যাত্রীবেসে ভ্যান ছিনতাই

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৮, ১৯ মার্চ ২০২৫

বাগাতিপাড়ায় ফিল্মি স্টাইলে যাত্রীবেসে ভ্যান ছিনতাই

ছবি : মেসেঞ্জার

নাটোরের বাগাতিপাড়ায় ফিল্মি স্টাইলে যাত্রীবেসে চার্জার চালিত ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার মুরাদপুর-চিমনাপুর কবরস্থান এলাকায় ভ্যানচালক মকবুল হোসেনের সাথে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ভ্যানচালক উপজেলার পেড়াবাড়িয়া এলাকার মৃত আবেদ আলী সরকারের ছেলে।

ভুক্তভোগী ও সূত্রে জানা গেছে, ঘটনার রাতে মালঞ্চি রেলগেট এলাকা থেকে অপরিচিত দুজন ব্যক্তি যাত্রী হিসেবে দয়ারামপুর বাজারে যাওয়ার কথা জানিয়ে ভোক্তভোগী মকবুলের ভ্যানে ওঠেন। গন্তব্যস্থলে যাওয়ার পথিমধ্যে ফাঁকাস্থানে (মুরাদপুর-চিমনাপুর কবরস্থান) পৌছালে যাত্রীরা প্রস্রাব করবে বলে চালককে ভ্যান থামাতে বলে। পরে চালক ভ্যান থামালে তার গলায় ছুরি ঠেকিয়ে ভ্যান রেখে চলে যাওয়া নির্দেশ দেওয়া হয়। এতে ভ্যান চালক প্রাণের ভয়ে ভ্যান রেখে পালিয়ে আসে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।

অন্যদিকে, এ ঘটনার পর সড়কে পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার সভাপতি প্রভাষক আরিফুল ইসলাম তপু।

মেসেঞ্জার/খাদেমুল/তুষার