ঢাকা,  শনিবার
২৯ মার্চ ২০২৫

The Daily Messenger

কিশোরগঞ্জে ভাঙারি দোকানে মর্টারশেল, টাঙ্গাইল থেকে আসলো বোম ডিস্পোজাল টিম

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০০, ১৯ মার্চ ২০২৫

কিশোরগঞ্জে ভাঙারি দোকানে মর্টারশেল, টাঙ্গাইল থেকে আসলো বোম ডিস্পোজাল টিম

ছবি : মেসেঞ্জার

কিশোরগঞ্জ জেলা শহরের ভাঙারি দোকানে পাওয়া একটি মর্টারশেল নিতে টাঙ্গাইল থেকে আসলো বোম ডিস্পোজাল টিম।

বুধবার (১৯ মার্চ) দুপুর তিনটার দিকে টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্ট থেকে বোম ডিস্পোজাল ইউনিটের একটি দল এসে কিশোরগঞ্জে পৌঁছে। পরে তারা মর্টারসেলটি উদ্ধার করে নিয়ে যায়।

এর আগে গতকাল মঙ্গলবার রাত ১১ টার দিকে ৯৯৯ এ ফোন পেয়ে কিশোরগঞ্জ জেলা শহরের একরামপুর এলাকার একটি ভাঙারির দোকান থেকে এই মর্টারসেলটি উদ্ধার করে পুলিশ।

একরামপুর এলাকায় টুটুল এন্টারপ্রাইজ নামে একটি ভাঙারি দোকানে অন্যান্য ভাঙারি জিনিসপত্রের সাথে বোমার মতো এই মর্টারসেলটি দেখতে পান দোকান মালিক টুটুল মিয়া।

সাথে সাথে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙারি দোকানটি ঘিরে রাখে। এরপর খবর দেয়া হয় সেনাবাহিনীকে। মাঝরাতে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে মর্টার সেলটি বালু ভর্তি একটি বালতিতে রাখে।

এসময় নিরাপত্তার জন্য সেনাবাহিনী দোকানটিকে তালাবদ্ধ করে দেয়।

পুলিশের ধারনা অন্যান্য লোহালক্করের সাথে কেউ এটি ভাঙারি দোকানে বিক্রি করছে। সে দোকানটির লোহালক্কর বিক্রেতার তালিকা সংগ্রহ করেছে বলে জানায় পুলিশ।

মেসেঞ্জার/তুষার