
ছবি : মেসেঞ্জার
ঈদকে সামনে রেখে ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাই ও ডাকাতি রোধে নানা কৌশল হাতে নিয়েছে পুলিশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৮ মার্চ) রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউটের সামনে থেকে ফাঁদ পেতে দুই ছিনতাইকারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
পুলিশ জানায়, সাভার হাইওয়ে থানার এসআই আনজিল আহমেদ ছিনতাইকারীদের ধরতে সাদা পোশাকে প্রাণি গবেষণা ইনস্টিটিউট থেকে ঢাকার দিকে পায়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ তিন ব্যক্তি রিকশাযোগে এসে তার গতিরোধ করে ছুরি বের করেন। এসময় এসআই আনজিল ছুরি বের করা ছিনতাইকারীকে জাপটে ধরেন। তখন পাশে অবস্থান নেওয়া অন্য পুলিশ সদস্যরা এসে আরেক জনকে আটক করতে সক্ষম হন। এ ঘটনায় আটক দুই ছিনতাইকারীকে রাতেই আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, সম্প্রতি মহাসড়কে ছিনতাই-ডাকাতিসহ অপরাধ বৃদ্ধি পাওয়ায় আমরা আগের চেয়ে অনেক বেশি তৎপর রয়েছি। অপরাধীদের ধরতে আমরা সোর্স নিয়োগসহ বিভিন্ন কৌশল অবলম্বন করছি।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় ফাঁদ পেতে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে নিত্য নতুন কৌশল অবলম্বন করা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
মেসেঞ্জার/নোমান/তুষার