
ছবি : মেসেঞ্জার
কুমিল্লার তিতাসে জগতপুর ইউনিয়নের প্রথম গোবিন্দপুর গ্রামে অবৈধভাবে ফসলি জমির উর্বর মাটি কেটে সরকারি জলাশয় ভরাট করে ঈদগাহ নির্মাণের অভিযোগে ওই গ্রামের মনু মিয়ার ছেলে মো. লোকমান হোসেনকে ৭৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ১৫ ধারার অনুযায়ী শাস্তির আওতায় নগদ ৭৫ হাজার টাকা জরিমানা করেন এবং বালু আটকে রাখার চতুর্দিকের বাঁশের বেড়া খুলে দিতে স্থানীয় ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান হানু বেগমকে নির্দেশ দিলে তিনি বাঁশের বেড়াগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেন।
এ ব্যাপারে প্যানেল চেয়ারম্যান হানু বেগম বলেন, ইউএনও স্যার আমাকে নির্দেশ দিয়েছেন বালু আটকানোর বেড়াগুলো সরিয়ে ফেলার জন্য। কিন্তু বালুর চাপের কারণে বেড়াগুলো সরাতে পারি নাই। তাই আগুন দিয়ে পুড়ে ফেলেছি।
মেসেঞ্জার/তুষার