ঢাকা,  শনিবার
২৯ মার্চ ২০২৫

The Daily Messenger

হবিগঞ্জে বৈষম্য বিরোধী মামলায় ভূমি কর্মকর্তা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ

প্রকাশিত: ২০:৩০, ১৯ মার্চ ২০২৫

হবিগঞ্জে বৈষম্য বিরোধী মামলায় ভূমি কর্মকর্তা গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. রাসেল মিয়াকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

বুধবার (১৯ মার্চ) বিকেলে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়ন ভুমি অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গ্রেপ্তার এড়াতে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা রয়েছে।

গ্রেপ্তার রাসেল মিয়া চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রজব আলীর ছেলে।

চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই জানান, গ্রেপ্তার রাসেল মিয়া চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বৃন্দাবন সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সভাপতি ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা ছিলেন।

এ সময় তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা রয়েছে। সেই মামলার এজাহারভূক্ত আসামী রাসেল মিয়া।

এছাড়া তার বাবা মো. রজব আলীর বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা রয়েছে।

৫ আগস্টের পর দীর্ঘদিন আত্মগোপনে থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে শায়েস্তাগঞ্জ ভূমি অফিস থেকে আজমিরীগঞ্জ জলসুখা ভূমি অফিসের বদলী হন রাসেল মিয়া।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে সেনাবাহিনীর ক্যাপ্টেন আরাফি তাজওয়ার আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মেসেঞ্জার/পাবেল/তুষার