
ছবি : মেসেঞ্জার
পাবনার চাটমোহরে খেলার প্রলোভন দেখিয়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শমসের আলী (৭০) নামের এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত দারগ আলীর ছেলে। এ ঘটনায় রাতেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন শিশুটির মা।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ইফতারির পর প্রতিবেশী (সম্পর্কে দাদা) শমসের আলী ওই শিশুকে খেলার প্রলোভন দেখিয়ে তার নিজের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগে ওই বৃদ্ধ শিশুটিকে তার ছেলে হাশেম আলীর ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। এ সময় শিশুটি চিৎকার দিলে লোকজনের ভয়ে পালিয়ে যায় শমসের আলী।
এরপর ওই শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের সবাইকে ঘটনাটি খুলে বললে এলাকার লোকজন জড়ো হয়ে বৃদ্ধ শমসের আলীকে মারধর করে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শমসের আলীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, এ ঘটনায় থানায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার (১৯ মার্চ) সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।
মেসেঞ্জার/পবিত্র/তুষার