ঢাকা,  রোববার
৩০ মার্চ ২০২৫

The Daily Messenger

নড়াইলের কালিয়ায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফরহাদ খান, নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৬, ১৯ মার্চ ২০২৫

নড়াইলের কালিয়ায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল এলাকায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বড়নাল-ইলিয়াসাবাদ ইউনিয়ন শাখার আয়োজনে মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত ইফতারে প্রধান অতিথি ছিলেন-নড়াইল-০১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সংগঠনের জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।

জামায়াতের বড়নাল-ইলিয়াসাবাদ ইউনিয়ন শাখার সভাপতি ওয়াহিদ মুসল্লী সভাপতিত্বে এবং সেক্রেটারি পিপুল শেখের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন-কালিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাফেজ জাকারিয়া মোল্যা, কালিয়া পৌর আমির মাওলানা নওশের আলীসহ অনেকে। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জামায়াতের দলীয় সূত্রে জানা যায়, পবিত্র রমজানের শুরু থেকে নড়াইল-০১ আসনের অন্তর্গত কলাবাড়িয়া, সালামাবাদ, পুরুলিয়া, চাঁচুড়ী ছাড়াও সদরের পাঁচটি ইউনিয়ন শাখার ইফতার সম্পন্ন হয়েছে।

মেসেঞ্জার/তুষার