ঢাকা,  শনিবার
২৯ মার্চ ২০২৫

The Daily Messenger

বরিশালে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদের বিক্ষোভ সমাবেশ

বরিশাল ব্যুরো

প্রকাশিত: ১৬:৪৮, ২০ মার্চ ২০২৫

বরিশালে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদের বিক্ষোভ সমাবেশ

ক্যাপশন : বুধবার (১৯ মার্চ) নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা, পরিকল্পিত মব সন্ত্রাস বন্ধ করাসহ বেশ কিছু দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ -টিডিএম।

নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা, পরিকল্পিত মব সন্ত্রাস বন্ধ করাসহ বেশ কিছু দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ।

বুধবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ করে তারা।

এতে নেতৃবৃন্দরা বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের মহাসচিবের কাছেও বলেছে সামনের বছরের জুনের দিকে নির্বাচন হতে পারে। আমরা বলতে চাই নুন্যতম সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে তারিখ ঘোষণা করতে হবে। এই সরকার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। আমরা দ্রুত ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনের দাবি জানাচ্ছি। এসময় বক্তারা ধর্ষণকারীদের দ্রুত বিচারও দাবি করেন।

বিক্ষোভ সমাবেশ থেকে নারী ধর্ষণ নির্যাতন বন্ধ, ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন বোনাস পরিশোধেরও দাবি জানানো হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কমিউনিষ্ট লীগ জেলা সম্পাদক অধ্যাপক নিপেন্দ্রনাথ বাড়ৈ। বক্তব্য রাখেন, কমিউনিষ্ট লীগ বরিশাল মহানগর সদস্য আমিনুর রহমান খোকন, কমিউনিষ্ট পার্টির জেলা সভা অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম,  বাসদ জেলা সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্ত্তীসহ আরো অনেকে।

পরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মেসেঞ্জার/পান্থ/তুষার