ঢাকা,  মঙ্গলবার
০১ এপ্রিল ২০২৫

The Daily Messenger

সরিষাবাড়ীতে জুয়া খেলার পাওনা টাকা না দেওয়ায় হাত-পা বেঁধে একজনকে ঝুলিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, জামালপুর

প্রকাশিত: ১৭:০৩, ২০ মার্চ ২০২৫

সরিষাবাড়ীতে জুয়া খেলার পাওনা টাকা না দেওয়ায় হাত-পা বেঁধে একজনকে ঝুলিয়ে হত্যা

ছবি : মেসেঞ্জার

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জুয়া খেলার পাওনা টাকা না দেওয়ায় একজনকে ঝুলিয়ে হত্যা করা হয়েছে।

এলাকাবাসীরা জানায়, বৃহস্পতিবার (২০ মার্চ) গভীর রাতে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজার এলাকায় রাসেল মিয়া (৩৫) নামে এক চা দোকানিকে তার বন্ধুরা হাত-পা বেঁধে দোকানের ধরনায় ঝুলিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। নিহত রাসেল মিয়া আরামনগর বাজারের ওহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, পৌর এলাকার আরামনগর বাজারের ওহিদুল ইসলামের ছেলে রাসেল মিয়া চা দোকানে কাজ করতো। রাসেল মিয়াকে তার বন্ধুরা প্রতিদিনই বাসা থেকে জুয়া খেলার জন্য ডেকে আনতো। বন্ধুরা বাজার এলাকায় মোবাইলে অনলাইনে দীর্ঘদিন ধরে জুয়া খেলতো। গত কয়েকদিন আগে রাসেল মিয়া জুয়া খেলে তার বন্ধুদের সাথে হেরে যায়। বন্ধুরা অনলাইন জুয়া খেলার সময় রাসেলের কাছে সাড়ে তিন হাজার টাকা পাওনা হয়। এ টাকা না দেওয়া রাসেলের বন্ধুরা বৃহস্পতিবার গভীর রাতে তাকে বাসা থেকে ডেকে আনে।

পরে বাজারের হাফিজুরের চায়ের দোকানের ভিতরে রাসেলের হাত-পা বেঁধে দোকানের ধরনার সাথে ঝুলিয়ে হত্যা করে পালিয়ে যায়।

পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা রাসেলকে খুঁজতে গিয়ে চায়ের দোকানের ভিতরে ঝুলানো লাশ দেখতে পায়।

খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।

নিহত রাসেলের বাবা ওয়াহিদুল ইসলাম বলেন, জুয়া খেলার পাওনা টাকা না পেয়ে আমার ছেলে রাসেলকে তার বন্ধুরা বাড়ি থেকে এনে ধরনায় চলিয়া মাইরা ফেলছে। এখন আমার কি হইবো গো। আমি রাসেলকে সবসময় বলছি তুই খারাপ পোলাপানের সাথে যাইস না। একথা বলে বাবা কাঁদছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, হাত-পা বাঁধা অবস্থায় নিহত রাসেলের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, এ সংক্রান্ত বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

মেসেঞ্জার/দুলাল/তুষার