ঢাকা,  রোববার
৩০ মার্চ ২০২৫

The Daily Messenger

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৫, ২০ মার্চ ২০২৫

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট

ক্যাপশন : বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হাকিমপুর গ্রামে প্রতিপক্ষের বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে -টিডিএম।

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে প্রতিপক্ষের বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে হরিণাকুন্ডু উপজেলার হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গত ১১ ফেব্রুয়ারি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে মোশারফ নামে একজনের মৃত্যু হয়। এরই জেরে গত কয়েকদিন ধরে ওই গ্রামের জব্বার মন্ডল, সাঈদ মন্ডল, রমজান, নাজমুল, ঠান্টসহ বেশ কয়েকজনের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার সকালে আকুলের বাড়ি ভাংচুর ও ফসলি জমি লুটপাটের শিকার হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ রউফ খান জানান, উপজেলার হাকিমপুর গ্রামে প্রতিপক্ষের বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

মেসেঞ্জার/বিপাশ/তুষার