ঢাকা,  শনিবার
২৯ মার্চ ২০২৫

The Daily Messenger

শ্রীমঙ্গলে ওয়াশ’র উপর অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

প্রকাশিত: ১৭:৫৪, ২০ মার্চ ২০২৫

শ্রীমঙ্গলে ওয়াশ’র উপর অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত

বৃহস্পতিবার (২০ মার্চ) শ্রীমঙ্গলে বেসরকারি সংস্থা ম্যাক বাংলাদেশের আয়োজনে ওয়াশ’র উপর অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয় -টিডিএম।

শ্রীমঙ্গলে বেসরকারি সংস্থা ম্যাক বাংলাদেশের আয়োজনে ওয়াশ’র উপর অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) শ্রীমঙ্গল পৌরসভার মহসিন অডিটরিয়ামের কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এসএ হামিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম।

কর্মশালায় প্রকল্প বিষয়ক বিস্তারিত মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ম্যাক বাংলাদেশের প্রধান সমন্বকারী মো. আরমান খান। পরে কর্মশালায় অংশগ্রহণকারীরা চারটি গ্রুপে বিভক্ত হয়ে তাদের পরিকল্পনা, বক্তব্য ও সুপারিশ তুলে ধরেন।

প্রসঙ্গত, কর্মশালার আগে ৩০ জন অংশগ্রহণকারী ৩টি দলে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন ছড়া, নদী, সেতু, ড্রেন ইত্যাদি সরেজমিন পরিদর্শন করেন এবং ছড়া, নদী, ড্রেনে ময়লা ও আবর্জনার স্তুপ দেখতে পান। এগুলি তারা নোট করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্মশালায় তাদের বক্তব্য উপস্থাপন করেন।

মেসেঞ্জার/তুষার