ঢাকা,  শনিবার
২৯ মার্চ ২০২৫

The Daily Messenger

গাজায় ইজরায়েলি বর্বরতার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৯:৫৪, ২০ মার্চ ২০২৫

গাজায় ইজরায়েলি বর্বরতার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ

ছবি : মেসেঞ্জার

যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন ও গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর ও জেলা জামায়াত।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে নগরীর শাপলা চত্বর থেকে মিছিলটি শুরু হয়। এরপর গ্রান্ড হোটেল মোড়, দৈনিক দাবানল মোড়, জীবন বীমা মোড় থেকে জাহাজ কোম্পানি হয়ে প্রেসক্লাবে এসে সমাবেশ করে।

এসময় বক্তব্য রাখেন জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, সদস্য মাহাবুবার রহমান বেলাল, মহানগর আমির এটিএম আজম খান, জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী।

এসময় তারা বলেন, ইসরাইল বর্তমান বিশ্বের কসাই। তারা যুদ্ধবিরতি চুক্তি মানে না। গাজার নিরস্ত শিশু ও নারী পুরুষদের হত্যা করছে। সারা বিশ্বের সকল মত পথের মানুষকে ইজরাইলের যুদ্ধাপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান তারা।

মেসেঞ্জার/তুষার