ঢাকা,  শনিবার
২৯ মার্চ ২০২৫

The Daily Messenger

রাজশাহী বাঘায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৫

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ২০:৩৩, ২০ মার্চ ২০২৫

রাজশাহী বাঘায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৫

কাপশন : বৃহস্পতিবার (২০ মার্চ) রাজশাহীর বাঘায় বিএনপি-জামায়াতের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়  -টিডিএম।

রাজশাহীর বাঘা উপজেলার বাউশা ইউনিয়ন পরিষদের সামনে জামায়াতে ইসলামী ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১২টায় এই সংঘর্ষে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাউসা ইউনিয়ন পরিষদের অনিয়ম, দুর্নীতি ও ভিজিডিং কার্ড বাণিজ্যের প্রতিবাদে জামায়াতে ইসলামীর আয়োজনে মানববন্ধন হচ্ছিল। এসময় বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে বিএনপির একদল নেতাকর্মী মিছিল নিয়ে সেখানে গিয়ে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে বাকবিতন্ডায় জড়ান।

এর এক পর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হন। এর মধ্যে আব্দুর রহমান ও শামীম নামের দুইজন জামায়াত কর্মী বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

বাউসা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মজিবার রহমান বলেন, আমাদের কর্মসূচি কোনো দলের বিপক্ষে ছিল না। আমরা কর্মসূচি করছিলাম দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে। বিএনপির লোকজন আমাদের উপর অন্যায়ভাবে অতর্কিত হামলা চালিয়েছেন।

বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বলেন, জামায়াতের লোকজন তাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিলে তারা সেটি থামানোর চেষ্টা করেন।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম. আছাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে মানববন্ধনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। সেখানে মারামারি তেমন বড় নয়। এ নিয়ে বিকাল পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি।

মেসেঞ্জার/আনিসুজ্জামান/তুষার