ঢাকা,  রোববার
৩০ মার্চ ২০২৫

The Daily Messenger

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ্ মারা গেছেন

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৬, ২০ মার্চ ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ্ মারা গেছেন

ছবি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ্।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ্ (৭৫) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। তিনি বুধবার (১৯ মার্চ) বাংলাদেশ সময় বেলা পৌনে বারোটার দিকে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া গ্রামের কাজী মাহবুব উল্লাহ ও কাজী জেবুন্নেসা বেগমের পুত্র ছিলেন এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরের ছোট ভাই।

বৃহস্পতিবার (২০ মার্চ) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া জানান, মরহুম কাজী শহীদুল্লাহ'র জানাজার নামাজ এবং দাফন অস্ট্রেলিয়াতেই সম্পন্ন করা হবে।

মৃত্যুর আগে দীর্ঘদিন তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

ড. কাজী শহীদুল্লাহ দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার নামে ভাঙ্গাতে একটি বিশ্ববিদ্যালয় ও মায়ের নামে বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে। তার মৃত্যুর সংবাদে ভাঙ্গার সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন।

মেসেঞ্জার/নাজিম/তুষার