
ছবি : মেসেঞ্জার
পাবনার ঈশ্বরদীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভলকা নামক একটি কোচ বাস পাবনা থেকে ঈশ্বরদী যাওয়ার পথে বহরপুর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিটিকে চাপা দেয় ৷ এতে সিএনজিতে থাকা তিন আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরো দু’জন। এদের মধ্যে মা বাবা ছেলেসহ একই পরিবারের তিনজন।
নিহতরা হলেন উপজেলার বাঘইল গ্রামের মৃত বাবু হোসেনের ছেলে রাব্বি হোসেন, তার স্ত্রী মুক্তা খাতুন ও ছেলে মুস্তাকিম, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আশরাফুল ইসলামের ছেলে রাতুল হোসেন ও ঈশ্বরদীর বাসিন্দা রানা হোসেনের ছেলে মোস্তফা জামান তোহা।
মেসেঞ্জার/তুষার