ঢাকা,  বুধবার
২৬ মার্চ ২০২৫

The Daily Messenger

বড়উঠান বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ২২:১২, ২০ মার্চ ২০২৫

বড়উঠান বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বড়উঠান ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ফাজিল বারী মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এস এম ফোরকান। বড়উঠান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইদ্রিস হায়দার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম ফারুক হোসাইন, সাংগঠনিক সম্পাদক আলমগীর বিন হোসাইন ও জেলা ছাত্রদল নেতা সাখাওয়াত হোসাইন মিশুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী মো. ওসমান, জুলধা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মঈন উদ্দিন টিপু, চরপাথরঘাটা বিএনপির সভাপতি শেখ আহমদ মেম্বার, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবু তাহের, বিএনপি নেতা সালাউদ্দিন, মনির উদ্দিন মুন্সী, সেলিম খান, উপজেলা বিএনপির সদস্য এজাবত উল্লাহ, জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুনুর রাশীদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. নুরুল ইসলাম মেম্বার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহেদুল ইসলাম শামিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফারুক, সদস্য সচিব দিদারুল আলম, উপজেলা শ্রমিক দলের সভাপতি তৈয়বুল আলম আংকুর, সাধারণ সম্পাদক মনির উদ্দিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মান্নান খান।

জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফোরকান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল বশর, এস এম রিদুয়ান, শাহেদুল আলম টিটু, সাদ্দাম হোসেন, ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, ইউনিয়ন বিএনপি নেতা এস এম ইলিয়াস, জালাল, নুরুল ইসলাম, ইলিয়াস, জাহাঙ্গীর, মো. নাছির, এড. নাজিম, ইলিয়াস কোম্পানী, সরোয়ার মুবিন, ইউনিয়ন যুবদল নেতা শওকত হোসেন, মুরাদ, মুক্তার, করিম, আসিফ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক হোসেন জুয়েল, সদস্য সচিব লিটন, যুগ্ম আহ্বায়ক ইয়াছিন, ইরফান, ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মো. ইলিয়াস, সদস্য সচিব এসকান্দার বাবুল, ইউনিয়ন যুবদল নেতা শওকত হোসেন ছোটন, আতা উল্লাহ, মহিউদ্দিন, তসলিম, আসিফ, করিম, এরশাদ।

উপজেলা ছাত্রদল নেতা জালাল উদ্দীন জনি, ইমতিয়াজ, মামুন, সাকিব, আরফাত, আশরাফ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এস এম মামুন মিয়া বলেন, “কর্ণফুলী বিএনপিতে আমরা ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের দেখতে চাই। পুলিশের জেল-নির্যাতন এবং আওয়ামী লীগ সন্ত্রাসীদের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা রাজপথে টিকে আছি। কিন্তু দলে কিছু সুযোগসন্ধানী অনুপ্রবেশ করে ষড়যন্ত্র করছে। গত দুই দিন আগেও আমাদের ছাত্রদলের নেতার ওপর হামলা হয়েছে। দলের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। কর্ণফুলী বিএনপি ঐক্যবদ্ধ, এবং আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে আমরা প্রস্তুত।”

বক্তারা বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান এবং আসন্ন জাতীয় নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মেসেঞ্জার/আকাশ/তুষার