
ছবি : মেসেঞ্জার
রামগঞ্জ হাজীগঞ্জ বিরেন্দ্র খাল পরিস্কার কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালনকারী স্বেচ্ছাসেবক ও রক্তদাতাদের সম্মানে ইফতার ও দোয়ার আয়োজন করেছে রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাব।
সোমবার (২৩ রমজান) বিরেন্দ্র খাল সংলগ্ন একটি মাঠে খোলা আকাশের নিচে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রক্তদাতা ও পরিবেশ রক্ষায় অবদান রাখা স্বেচ্ছাসেবীদের সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের প্রতিষ্ঠাতা মাহমুদ ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার।
ইফতারের আগে দোয়ার আয়োজন করেন ক্লাবের সদস্য মাওলানা এমরান হোসেন। এছাড়া সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাব দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে। রক্তদান কর্মসূচির পাশাপাশি, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ডেও সংগঠনটি অবদান রেখে চলেছে।
এই আয়োজনকে স্বাগত জানিয়ে অংশগ্রহণকারীরা বলেন, রক্তদান ও খাল পরিষ্কার—উভয় উদ্যোগই সমাজের জন্য গুরুত্বপূর্ণ। সংগঠনের এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
মেসেঞ্জার/জাকির/তুষার