
ছবি : মেসেঞ্জার
কক্সবাজারের টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্ট জনের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, 'বাংলাদেশ অপার সম্ভাবনাময় এক সমৃদ্ধ জনপদ। ১৭ কোটি মানুষ এদেশের সম্পদ। বাংলাদেশে মহান আল্লাহ তায়ালার অসংখ্য নিয়ামতে ভরপুর। এ সকল সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজন নির্লোভ, নিঃস্বার্থ ও আল্লাহভীরু নেতৃত্ব। আমাদের সবকিছু আছে, নেই শুধু আল্লাহভীরু সমাজ ও রাষ্ট্রনেতা। তাই আল্লাহভীরু নেতৃত্ব কায়েম হলে বাংলাদেশ শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের জনপদে পরিণত হবে।
জেলা আমীর আরো বলেন, জুলাই বিপ্লবের শত শহীদের বিনিময়ে আমরা আবার এক হতে পেরেছি। আমরা কথা বলার অধিকার ফিরে পেয়েছি। সুযোগ এসেছে স্বাধীনতার সেই সোনার ফসল ঘরে তোলার। সুখী, সমৃদ্ধশালী ও শান্তিময় বাংলাদেশ গড়তে পারলেই তবে জুলাই বিপ্লব স্বার্থক হবে। জামায়াতে ইসলামী সমাজের সর্বত্রে আল্লাহভীরু নেতৃত্ব কায়েম করে সকলের কাংখিত ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে কাজ চালিয়ে যাচ্ছে।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল্লাহর সভাপতিত্বে ও এসিস্ট্যান্ট সেক্রেটারি সরওয়ার কামাল সিকদারের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা জামায়াতে ইসলামীর সমাজ কল্যাণ সেক্রেটারি অধ্যক্ষ নুরুল হোসাইন ছিদ্দিকী, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান ছিদ্দিকী, কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহিম নুরী, টেকনাফ পৌরসভার সাবেক মেয়র (ভারপ্রাপ্ত ) মোহাম্মদ ইসমাইল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র নেতা সোলতান আহমদ বিএ, ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা উত্তরের সহসভাপতি আব্দুল খালেক নিজামী, সেক্রেটারি দিলদার আহমদ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তারেক রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ পৌর শাখার সেক্রেটারি মাওলানা আশরাফ আলী।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, বাংলাদেশের আকাশে আবারো কালো শকুনের ছায়া ভর করছে। যারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের উপর জুলুম নির্যাতন চালিয়েছিল তারা এখনো বিভিন্ন আশ্রয় প্রশ্রয়ে রয়ে গেছে। সুযোগ পেলে তারা আবারও বিষাক্ত সাপের মতো ছোবল মারবে। তাই আমরা যারা নির্যাতনের শিকার হয়েছি, জেলে গেছি, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আব্দুস সোবহান, ইসলামী ব্যাংক টেকনাফ শাখার ব্যবস্থাপক সেলিম উল্লাহ, টেকনাফ পৌর জামায়াতের সভাপতি রবিউল আলম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবছার কামাল নোবেল, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন ভুলু, জামায়াত নেতা সা়ংবাদিক ছিদ্দিকুর রহমান, জামায়াত নেতা এডভোকেট মীর মোহাম্মদ জাহাঙ্গীর, বিএনপি নেতা আলী আহমদ, উপজেলা শিবির সেক্রেটারি মোস্তাফা জামাল মানিক।
মেসেঞ্জার/আলফাজ/তুষার