
ছবি : মেসেঞ্জার
ঝিনাইদহের মহেশপুরে পূর্ব শত্রুতার জের ধরে মতিয়ার রহমান নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। গুলিতে আহত মতিয়ার রহামানকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মতিয়ার রহমান ভোররাতে সেহরী খাওয়া শেষে বাড়ির পাশের একটি দোকানে যায়। সেসময় ওৎ পেতে থাকা দুর্ববৃত্তরা তাকে লক্ষ করে ৩টি গুলি বর্ষণ করে। একটি গুলি তার শরীরে লাগে। কে বা কারা গুলি করেছে তা তদন্ত করে বের করার চেষ্টা চলছে বলে পুলিশ জানায়। পূর্বশত্রুতার জেরে তরিকুলকে হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর স্বজনরা।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছে শুনেছি। তবে কে বা কারা গুলি করেছে তা তদন্ত করে বের করার চেষ্টা চলছে। দ্রুতই আসামীকে আটক করা সম্ভব হবে বলেও জানান তিনি।
মেসেঞ্জার/বিপাশ/তুষার