ঢাকা,  শনিবার
২৯ মার্চ ২০২৫

The Daily Messenger

ফরিদপুরে ধর্ষণ চেষ্টাকারীর জামিন না দেয়ার দাবিতে আদালতের সামনে মানববন্ধন ও বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০০, ২৫ মার্চ ২০২৫

ফরিদপুরে ধর্ষণ চেষ্টাকারীর জামিন না দেয়ার দাবিতে আদালতের সামনে মানববন্ধন ও বিক্ষোভ

ছবি : মেসেঞ্জার

ফরিদপুরে দশ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টাকারীর জামিন না দেয়ার দাবিতে আদালতের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্বজন ও এলাকাবাসী।

মঙ্গলবার (২৫ মার্চ) প্রথমে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এবং পরে জেলা জজ আদালতের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ করা হয়।

বিক্ষোভকারীরা জানান, গত ১৯ ফেব্রুয়ারি বাহিরদিয়া গ্রামের কামাল শেখ প্রতিবেশী ১০ বছরের এক শিশুকে তার ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যায় কামাল। এই ঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযুক্তকে আটক করে।

তারা অভিযোগ করেন, ধর্ষণ চেষ্টাকারীর পক্ষ নিয়ে ভিকটিমের পরিবারকে মামলা তুলে নিতে চাপ দিয়ে আসছে একটি মহল। এমন অবস্থায় ধর্ষণ চেষ্টাকারী জামিনে মুক্ত হলে চাপে পড়বে পরিবারটি। তাই তারা ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত ব্যক্তিকে জামিন না দিয়ে মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি করেন।

মেসেঞ্জার/তুষার