
ক্যাপশন: মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী -টিডিএম।
শিশু কিশোরসহ স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষার্থী ছাত্র-জনতা এবং মেহনতি মানুষের রক্ত পান করে শেখ হাসিনার রক্ত তৃষ্ণা শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যাবির রংপুর মেডিকেল কলেজ ইউনিটের আয়োজনে এই আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ড্যাবের সাবেক কেন্দ্রীয় মহাসচিব ডাক্তার আব্দুস সালাম। মেডিকেল ইউনিট সভাপতি ডাক্তার মাহফুজুর রহমানের সভাপতিত্বে দেব এবং বিএনপি'র কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় রিজভী বলেন, আওয়ামী লীগের ক্ষমতা আঁকড়ে রাখার তাই কারণ ছিল সেটা হল টাকা ইনকাম। ফ্লাইওভারের টাকা, পদ্মা সেতুর টাকা এ ধরনের বড় বড় ব্রেকা মেগা প্রকল্পের টাকা লুট করে আওয়ামী লীগ কানাডা, মালয়েশিয়া, অস্ট্রেলিয়াসহ সারা বিশ্বের সম্পদের পাহাড় গড়েছে। যেটার একমাত্র উদ্দেশ্য হলো তাদের সন্তান-সন্ততি আত্মীয়-স্বজনরা যেন কেয়ামতের আগ পর্যন্ত ঝাড়বাতির আলোর তলায় থাকতে পারে।
রিজভি আরও বলেন, এখনো শেখ হাসিনার মনের মধ্যে খুন, হত্যা, গুম এবং প্রতিহিংসার ভাব বিরাজমান। গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার সকল দোসরদের বিচার নিশ্চিত করতে হবে। একই সাথে তিনি দ্রুত নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান। চিকিৎসক ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ইফতার মাহফিলে অংশ নেন।
মেসেঞ্জার/তুষার