
ছবি : মেসেঞ্জার
পবিত্র ঈদ উল-ফিতর উপলক্ষে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) ফারুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাউল বিতরণ করা হয়। এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা নিজে উপস্থিত থেকে চাউল বিতরণ করেন।
বিতরণকালে আরও উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক এর উপজেলা ব্যবস্থাপক ও ট্যাগ অফিসার নিত্যলাল তঞ্চঙ্গ্যা। এছাড়াও সকল ওয়ার্ড মেম্বারগণ উপস্থিত ছিলেন। প্রতি পরিবারে ১০ কেজি করে ১,৯৮৫ পরিবারের মাঝে মোট ১৯.৮৫০ মেট্রিক টন চাউল দেয়া হবে।
ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা জানান, বছরে দুবার ঈদ উল-ফিতর ও ঈদ উল-আযহা’র সময় এই চাউলগুলো বিতরণ করা হয়। কিন্তু শুকনো মৌসুমে উপজেলা সদর থেকে চাউল এনে বিতরণ করা সম্ভব হবেনা। কারণ পানি শুকিয়ে যাওয়ার কারণে নদী পথে বা উপজেলা সদরের সাথে ফারুয়ার সড়ক পথ না থাকায় নিয়ে আসা অসম্ভব হবে।
তিনি আরও জানান, কর্তৃপক্ষ যদি রাজস্থলী উপজেলা থেকে চাউল আনার ব্যবস্থা করে তাহলে সম্ভব হবে এবং আজকে বিতরণকৃত চাউলও রিস্ক নিয়ে অনেক কষ্টে নিয়ে আসা হয়েছে বলে জানান। এজন্য তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
মেসেঞ্জার/তুষার