
কাফনের কাপড় পরে বিক্ষোভ
জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ এপ্রিল) জুমআর নামাজের পর রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটে একত্রিত হন শিক্ষার্থীরা।
সেখান থেকে কাফনের পরে বিক্ষোভ বের করেন তারা। বিক্ষোভটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণে শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। এসময় সেখানে দাবি আদায়ে নানা শ্লোগান ও বক্তব্য দেন তারা।
এসময় বক্তারা বলেন, আমরা ৮ মাস ধরে আন্দোলন করছি। কিন্তু সরকার আমাদের দাবি মানছি না। আমাদের দাবি জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। , ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল, উপসহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত রাখতে হবে এবং কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইনানুগভাবে নিশ্চিত করতে হবে।
এ সময় তারা স্বতন্ত্র কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন এবং উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন তারা।
মেসেঞ্জার/মাজহারুল মান্নান/নোমান