ছবি : টিডিএম
ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মরুয়ারচর গ্রামের করিম বক্স ভূঁইয়া বাড়ির মৃত আলী আরশাদের স্ত্রী গৃহহীন হত দারিদ্র জনম দুঃখী ছেমনা বেগমের জন্য একটি গৃহ নির্মাণের কাজ সোমবার (১৩ মার্চ) দুপুরে উদ্বোধন করা হয়।
গৃহ নির্মাণ কাজে উদ্বোধন করেন ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও সাপ্তাহিক শমসের নগর পত্রিকার সম্পাদক রোটারিয়ান জালাল উদ্দিন বাবলু, বন্ধুর বন্ধন ফেনী জেলা সভাপতি মোঃ শেফায়েত উল্লাহ, সাপ্তাহিক স্বদেশপত্র পত্রিকার প্রকাশক ও সম্পাদক এন এন জীবন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তা প্রতিনিধি নুর উল্লাহ কায়সারসহ আরো অনেকে।
এ সময় স্থানীয় মসজিদের ইমাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
টিডিএম/এএস