ঢাকা,  শুক্রবার
০৩ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

গাজায় ‘সাময়িক যুদ্ধবিরতির’ আহ্বান যুক্তরাষ্ট্রের

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ১২:৪০, ২০ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১২:৪০, ২০ ফেব্রুয়ারি ২০২৪

গাজায় ‘সাময়িক যুদ্ধবিরতির’ আহ্বান যুক্তরাষ্ট্রের

ছবি : সংগৃহীত

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়লের স্থল অভিযানের বিরোধিতা করে একটি খসড়া প্রস্তাব পেশ করেছে যুক্তরাষ্ট্র। এতে গাজায় যুদ্ধবিরতিসহ সব জিম্মিকে মুক্তি এবং অবাধ মানবিক ত্রাণ প্রবেশের আহ্বান জানানো হয়েছে। খবর রয়টার্সের।

খসড়া অনুযায়ী, নিরাপত্তা পরিষদকে যত দ্রুত সম্ভব গাজায় সাময়িক যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানানোর আহ্বান জানানো হয়েছে। এছাড়া সব জিম্মিকে মুক্তি দেয়া ও গাজায় মানবিক সহায়তা প্রদানের ক্ষেত্রে সব বাধা তুলে নেয়ার কথাও আছে খসড়ায়।

খসড়া প্রস্তাবে রাফাহতে স্থল আক্রমণ না চালাতে ইসরাইলকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, 'নিরাপত্তা পরিষদের জোর দিয়ে বলা উচিত যে, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের স্থল অভিযান চালানো উচিত নয়।'

অন্যদিকে, যুক্তরাষ্ট্র, মিশর, ইসরাইল ও কাতার গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি এবং ইসরাইলি কারাগারে আটক ফিলিস্তিনি বন্দিদের বিনিময় নিয়ে আলোচনা করছে।

মেসেঞ্জার/ফারদিন