ঢাকা,  শুক্রবার
১৮ অক্টোবর ২০২৪

The Daily Messenger

বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের কারাদণ্ড

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১২:১১, ১১ জুলাই ২০২৪

বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের কারাদণ্ড

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-৩ কার্যালয়কে দালালমুক্ত করতে এবং গ্রাহক হয়রানির বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বিআরটিএ। এই অভিযানে চার দালালকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১০ জুলাই) দুপুরে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান এ অভিযান চালান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— জনি চৌধুরী (৩০), মো. সালেহ আকরাম (৪২), আবু বক্কর (১৯) ও রিয়াজ হোসেন (২৪)। এর মধ্যে রিয়াজকে ২৫ দিনের কারাদণ্ড দেওয়া হয় এবং তিন জনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

ম্যাজিস্ট্রেট আনিসুজ্জামান বলেন, ‘বিআরটিএ’র ওই কার্যালয়ে দালালদের উৎপাতে গ্রাহকরা নানাভাবে প্রতারণার শিকার হচ্ছেন। দালালদের বিরুদ্ধে বিআরটিএ’র অভিযান চলমান। তবে দালালচক্র থেকে সাবধান থাকতে হবে গ্রাহকদের। তাদের সরাসরি বিআরটিএ’র কর্মকর্তা-কর্মচারীরদের সঙ্গে যোগাযোগ করতে হবে।

মেসেঞ্জার/দিশা