ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

জোবাইদা রহমানের সাজা স্থগিত

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৭:৪৯, ২ অক্টোবর ২০২৪

জোবাইদা রহমানের সাজা স্থগিত

ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ডা. জোবাইদা রহমানের সাজা স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (২ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, ডা. জোবাইদা রহমানের সাজা স্থগিতের বিষয়ে দাখিল করা আবেদন এবং আইন বিচার বিভাগ, আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামতের আলোকে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত দন্ডাদেশ বিজ্ঞ আদালতে আত্মসমর্পণপূর্বক আপিল দায়েরের শর্তে এক বছরের জন্য স্থগিত করা হলো।

মেসেঞ্জার/ফামিমা