ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

৫ দিনের রিমান্ডে সাবের হোসেন চৌধুরী

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৯:১৫, ৭ অক্টোবর ২০২৪

৫ দিনের রিমান্ডে সাবের হোসেন চৌধুরী

ছবি: সংগৃহীত

বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান সাবের হোসেন চৌধুরীকে আদালতে হাজির করে আরও তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মাহবুবুল হক তার এ রিমান্ড মঞ্জুর করেন।

রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান এলাকা থেকে ঢাকা-৯ আসনের সাবেক সংসদ সদস্য সাবের হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

২০২২ সালের ডিসেম্বরে বিএনপি তাদের এক দফা দাবির সমর্থনে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে।

সাবেক ডিবিপ্রধান হারুন-অর-রশীদ ও ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের নেতৃত্বে গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির অফিসে পুলিশ অভিযান চালায়।

পুলিশের বল প্রয়োগের ওই অভিযানে পুলিশ সদস্যরা বিএনপি সদস্যদের ওপর লাঠিচার্জ ও গুলি চালালে মকবুলসহ বেশ কয়েকজন আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় মকবুলকে হাসপাতালে ভর্তি করা হলেও পরে তার মৃত্যু হয়।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্বাস আলী বাদী হয়ে ২৫৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

আসামিদের মধ্যে আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা ও পুলিশের একাধিক কর্মকর্তা রয়েছেন। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪০০ জনের নাম এজাহারে উল্লেখ করা হয়।

মেসেঞ্জার/ফামিমা