ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

৪৩ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৯:২৮, ৮ অক্টোবর ২০২৪

৪৩ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলনে ৮ জন নিহতের ঘটনায় আলাদা আলাদা মামলায় ৪৩ দিনের রিমান্ডে সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

মঙ্গলবার (৮ অক্টোবর) পৃথক ৮ হত্যা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

যাত্রাবাড়ীতে ৭ জনের মৃত্যুতে দায়ের করা ৭টি মামলায় ৩৮ দিন এবং নিউমার্কেটে তাহির হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে পুলিশ তাকে আদালতে হাজির করে। পৃথক মামলায় তার রিমান্ডের আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করে। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

দুইপক্ষের শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন আদালত।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী বলেন, এর আগেও ৩ মামলায় ১৮ দিনের রিমান্ডে ছিলেন। আবার ৪৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রাজনীতি ও প্রতিহিংসার কারণে তাকে মামলা দিয়ে রিমান্ডে নেওয়া হচ্ছে।

তাকে আদাবর, কদমতলী, যাত্রাবাড়ী থানার কয়েকটি মামলায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মেসেঞ্জার/ফামিমা