ছবি: সংগৃহীত
মানহানির মামলায় লালমনিরহাটের সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মিকে ২৮ নভেম্বর আদালতে হাজির হতে বলেছে একটি আদালত আজ।
মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ আবু সাঈদ ও অন্যদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে উর্মির বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলাটি গ্রহণ করে এ আদেশ দেন। গণঅধিকার পরিষদের উচ্চ পরিষদের সদস্য আবু হানিফ বাদী হয়ে আজ মামলাটি করেন।
মামলার নথি থেকে জানা যায়, অভিযোগকারী বলেছেন যে আসামি সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও তার ফেসবুক অ্যাকাউন্টে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের নিয়ে অবমাননাকর পোস্ট করেন। তিনি বর্তমান সরকার প্রধানের কঠোর সমালোচনা করেছেন এবং এটিকে পতনের হুমকিও দিয়েছেন।
মেসেঞ্জার/ফামিমা