ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য মেহেদি হাসান লেলিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) দিনগত রাত ২টায় শহরের ছয়বাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
লেলিন শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা মৃত দুলাল মিয়ার ছেলে। বর্তমানে মেহেদি হাসান লেলিন ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, মেহেদি হাসান লেলিনকে মাদ্রাসা ছাত্রকে হত্যা, ছাত্র জনতার ওপর হামলা ও বিস্ফোরণের ঘটনাসহ তিন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরের মধ্যে তাকে আদালতে পাঠানো হবে।
মেসেঞ্জার/দিশা