ঢাকা,  মঙ্গলবার
০৫ নভেম্বর ২০২৪

The Daily Messenger

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো হাজী সেলিমকে

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৩:০১, ৪ নভেম্বর ২০২৪

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো হাজী সেলিমকে

ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক হত্যাচেষ্টা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোমবার (৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা এ আদেশ দেন। 

এদিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার উপ-পরিদর্শক মো. হাসানুর রহমান তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে এ মামলায় গ্রেপ্তার দেখান।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত ৫ আগস্ট ছাত্র-জনতার মিছিলে যুক্ত হন মো. ফজলুর করিম (৫০)। দুপুরের দিকে মিছিলটি চকবাজার থানাধীন ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে এলে হঠাৎ অতর্কিত আক্রমণে মুখে পড়েন তিনি। পরবর্তীতে তার সহযোদ্ধারা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। 

এ ঘটনায় গত ২৬ অক্টোবর চকবাজার থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন মো. ফজলুর করিম।

গত ১ সেপ্টেম্বর মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করে। এরপর একাধিক মামলায় বিভিন্ন মেয়াদে তার রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

মেসেঞ্জার/দিশা