ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

শুল্ক ফাঁকি দেওয়ায় বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশিত: ০১:১৮, ১৪ নভেম্বর ২০২৪

শুল্ক ফাঁকি দেওয়ায় বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ

ছবি: সংগৃহীত

শুল্ক ফাঁকি দিয়ে বিলাসবহুল "বিএমডব্লিউ" মডেলের গাড়ি আমদানি করায় গাড়িটি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বুধবার (১৩ নভেম্বর) রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার মেসার্স মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপে সার্ভিসং করা অবস্থায় গাড়িটি জব্দ করে দপ্তরটির একটি নিবারক দল।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক মো. মাজেদুল হক জানান, আমদানি করা গাড়িটির দলিল যাচাই করে মিথ্যা ঘোষণায় আপডেট মডেলের গাড়ি আমদানির তথ্য পাওয়া গেছে। ঘোষণা পত্রে দেখা যায়, নতুন একটি বিএমডব্লিউ ৫ সিরিজের ৫৩০ ই মডেল গাড়ি আমদানির করছে আমদানিকারক। চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট ৫৪৬ শেখ মুজিব রোডের নাগোয়া কর্পোরেশনের মাধ্যমে ২০২০ সালের ৩মে মাধ্যমে কাস্টমস ক্লিয়ারেন্স নিয়ে ছাড়িয়েও নিয়ে যান।

তবে তদন্তে দেখা যায়, এটি একটি নতুন বিএমডব্লিউ ৭ সিরিজের ৭৪০ ই মডেলের গাড়ি। আমদানিকারক আন্ডার ইনভয়েজের মাধ্যমে মিথ্যা ঘোষণায় জালিয়াতি করে শুল্ক ফাঁকি দিয়ে গাড়িটি আমদানি করে। এতে আমদানিকারক কাস্টমস আইন লঙ্ঘন করেছে। এর ফলে এটি চোরাচালান হিসেবে গণ্য হয়েছে। গাড়িটি জব্দ করে রাজধানীর  কাস্টমস হাউস শুল্ক গুদামে জমা করা হয়েছে। গাড়িটির বিষয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে অনুসন্ধান চলমান রয়েছে বলেও জানান মাজেদুল হক।

গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর: চট্টমেট্রো-গ-১৪-১৭৪৫। চেসিস নম্বর WBA7D02080B072243 বলেও জানান তিনি। 

মেসেঞ্জার/রিমন/এসকে/ইএইচএম