ঢাকা,  বৃহস্পতিবার
২৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৩:৩০, ২১ নভেম্বর ২০২৪

সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) ঝালকাঠির রাজাপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে তাকে আদালতে তোলা হলে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এর আগে ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরের গাড়িবহর ও বাড়িতে হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে রাজাপুরের বাড়িতে ফেরার পথে পেংরি নামক স্থানে তার গাড়িতে হামলা হয়। পরে তিনি থানায় আশ্রয় নেন। সেখানে তাকে একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

মেসেঞ্জার/তারেক