ঢাকা,  বৃহস্পতিবার
২৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ড. ইউনূসের ৬ মামলা বাতিলের রায় প্রকাশ

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৮:১৫, ২১ নভেম্বর ২০২৪

ড. ইউনূসের ৬ মামলা বাতিলের রায় প্রকাশ

ছবি: সংগৃহীত

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতের ৫ টি ও মানহানির অভিযোগে আনা একটি মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায় প্রকাশিত হয়েছে।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চের দেয়া রায় প্রকাশের বিষয়টি আজ সাংবাদিকদের জানান ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

মামলা বাতিলের রায়ের বিষয়ে ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান বলেন, গ্রামীণ কমিউনিকেশনের চেয়ারম্যান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানার বিরুদ্ধে গ্রামীণ কমিউনিকেশনের একজন কর্মচারী ২০১৯ সালে মামলা করেন, যাতে অবৈধভাবে চাকরিচ্যুতির অভিযোগ আনা হয়। এ ধরনের মোট পাঁচটি মামলা হয়। পাঁচটিই বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট।

মানহানির মামলার বিষয়ে ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান বলেন, ২০১১ সালে জাসদের যুগ্ম সম্পাদক ও ময়মনসিংহ জেলা বারের সদস্য নজরুল ইসলাম চুন্নু প্রফেসর ড. ইউনূসের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন।

বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণআন্দোলনে বিপ্লবের মধ্য দিয়ে সংঘটিত গণঅভ্যুত্থানে আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকারের প্রায় ১৬ বছরের শাসনের পতন হয়। ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া সংগঠকদের অনুরোধে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গত ৮ আগস্ট শপথ নেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস।

মেসেঞ্জার/তারেক