ঢাকা,  বৃহস্পতিবার
০৫ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

নানা নাটকিয়তা শেষে মুক্তি পেলেন বাবুল আক্তার

নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম)

প্রকাশিত: ১৮:৩২, ৪ ডিসেম্বর ২০২৪

নানা নাটকিয়তা শেষে মুক্তি পেলেন বাবুল আক্তার

ছবি : মেসেঞ্জার

নানা নাটকীয়তার মধ্য দিয়ে জামিনের এক সপ্তাহ পর মুক্তি পেলেন স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মুক্তি দেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

দ্যা ডেইলি মেসেঞ্জারকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল করিম।

এর আগে গত ২৭ নভেম্বর হাইকোর্ট বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। বাবুল আক্তার তিন বছর সাত মাস ধরে কারাগারে আছেন, এই বিবেচনায় আদালত তাকে ছয় মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছেন।

উচ্চ আদালতের জামিনের কপি চট্টগ্রাম আদালতে আসার পর রোববার (১ ডিসেম্বর) সেই জামিন আবেদন পর্যালোচনা করে আদালত তার মুক্তির জন্য আদেশ দেন। জেল কোড অনুযায়ী বাবুলের জামিনের কপি বিকেল সাড়ে ৪টা নাগাদ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। কিন্তু চেম্বার জজ আদালতে বাবুলের জামিন বাতিল চেয়ে একটি আবেদন করেন রাষ্ট্রপক্ষ। এ আবেদনের লয়ার সার্টিফিকেট চট্টগ্রাম আদালতে সাবমিট করা হয়। তবে লয়ার সার্টিফিকেটের সত্যতা নিশ্চিত করতে এ আবেদনের অর্ডারের কপি নিয়ে আসতে আদেশ দেন আদালত। এতে রাষ্ট্রপক্ষকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সময় দেওয়া হয়। তবে তারা এ সময়ের মধ্যে উচ্চ আদালতের আদেশের কপি দিতে না পারায় বাবুলের জামিনের কপি কারাগারে পাঠানো হয়। এছাড়া তাদের দেওয়া এ আবেদন নামজুর করেন আদালত।

এদিকে ওই লয়ার সার্টিফিকেটের কপি পেয়ে চট্টগ্রাম কারা কর্তৃপক্ষ বাবুলকে মুক্তি দেননি। পরে আজ (বুধবার) হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত। এর ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

গত ১৪ আগস্ট চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে জামিন আবেদন করেছিলেন সাবেক এসপি বাবুল আক্তার। এ আবেদন বিষয়ে শুনানি হয় ১৮ আগস্ট। এতে বিচারক জামিন নামঞ্জুর করেন। পরে তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন ভোরে চট্টগ্রাম নগরের ও আর নিজাম রোডে বাসার অদূরে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।

মেসেঞ্জার/রিমন/তুষার