ঢাকা,  সোমবার
২০ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৩:৩৫, ২০ জানুয়ারি ২০২৫

সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা  শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) ভোরে রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন। সুনির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে আজ ভোরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

মেসেঞ্জার/জেআরটি