ঢাকা,  সোমবার
২০ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

অস্ত্র মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন মামুন

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৬:০৭, ২০ জানুয়ারি ২০২৫

অস্ত্র মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন মামুন

ছবি: সংগৃহীত

অস্ত্র মামলায় ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২০ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

গিয়াস উদ্দিন আল মামুনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহ মো. সাব্বির হামজা। অস্ত্র মামলায় আল মামুনকে খালাসের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।

জানা গেছে, ২০০৭ সালের ৩০ জানুয়ারি জরুরি অবস্থার সময় গিয়াস উদ্দিন আল মামুনকে গ্রেফতার করা হয়। এর পর থেকে তিনি কারাগারে রয়েছেন। শেখ হাসিনা সরকারের আমলে মামুনের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি, অর্থপাচার, কর ফাঁকিসহ বিভিন্ন অভিযোগে ২০টির বেশি মামলা দেওয়া হয়। 

মামুনকে গ্রেফতারের পর ২০০৭ সালের ২৬ মার্চ তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। একই বছরের ৩ জুলাই বিচারিক আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে রায় দেয়। রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল আবেদন করা হয়। ওই আপিলের শুনানি নিয়ে রায় ঘোষণা করেন হাইকোর্ট।

মেসেঞ্জার/জেআরটি