ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ট্রাস্ট ব্যাংক ও সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের চুক্তি

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২০:২৬, ২৮ মে ২০২৪

ট্রাস্ট ব্যাংক ও সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের চুক্তি

ছবি : সৌজন্য

ব্যাংকাসুরেন্স ব্যবসার অধীনে ইন্স্যুরেন্স পলিসি বিক্রয় শুরু করার লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

সোমবার (২৭ মে) ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কর্তৃক জারিকৃত ব্যাংকাসুরেন্স নির্দেশিকার আলোকে ট্রাস্ট ব্যাংক তার গ্রাহকদের কাছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ইস্যুকৃত বিমা পলিসি অফার করবে।

ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) আহসান জামান চৌধুরী এবং সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ শফিক শামীম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/সজিব