ঢাকা,  বৃহস্পতিবার
০৪ জুলাই ২০২৪

The Daily Messenger

২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছে ২৩৯২ কোটি ডলার

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৯:২৫, ১ জুলাই ২০২৪

আপডেট: ১৯:৪১, ১ জুলাই ২০২৪

২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছে ২৩৯২ কোটি ডলার

ছবি: সৌজন্য ‍

সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে প্রবাসী বাংলাদে‌শিরা বৈধপথে ও ব্যাংকিং চ্যানেলে ২ হাজার ৩৯২ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় যার পরিমাণ দুই লাখ ৮২ হাজার কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক সোমবার (১ জুলাই) এ তথ্য জানিয়েছে।

দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে দুই হাজার ৪৭৭ কোটি ডলার। সেই হিসেবে রেমিট্যান্স অঙ্কে এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ আহরণ এটি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত জুন মাসে ২৫৪ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। একক মাসের হিসাবে জুনের প্রবাসী আয়ের এ অঙ্ক ৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ।

সাধারণত প্রতিবছর ঈদের আগে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি বেশি রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। কোরবানির ঈদের আগে জুনে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে।

মেসেঞ্জার/মুমু