ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

ব্যাংকিং খাত দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে, আস্থা রাখুন: গভর্নর

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৩:৩৩, ১২ সেপ্টেম্বর ২০২৪

ব্যাংকিং খাত দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে, আস্থা রাখুন: গভর্নর

ছবি: সংগৃহীত

ব্যাংকিং খাতের সংস্কার শুরু হয়েছে বলে গ্রাহকদের আস্থা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর . আহসান এইচ মনসুর।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) গ্রাহকদের মোবাইলে ক্ষুদে বার্তায় তথ্য পাঠিয়েছে গভ ইনফো।

এতে গভর্নরের বরাতে বলা হয়, ব্যাংকিং খাতের সংস্কার শুরু হয়েছে। খাত দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। আপনারা আস্থা রাখুন।

গ্রাহকদের স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করারও আহ্বান জানিয়েছেন গভর্নর।

এদিকে গত ১১ সেপ্টেম্বর ব্যাংকিং খাতের সংস্কারের লক্ষ্যে ৬ সদস্য বিশিষ্ট টাস্কফোর্স গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ টাস্কফোর্স প্রধানত আর্থিক স্থিতিশীলতা রক্ষার্থে ব্যাংকিং খাতের বর্তমান আর্থিক পরিস্থিতি, মন্দ সম্পদ এবং প্রধান প্রধান ঝুঁকিগুলো নিরূপণ, দুর্বল ব্যাংকগুলোর আর্থিক সূচক পর্যালোচনা, ঋণের প্রকৃত অবস্থা নিরূপণ, প্রভিশন ঘাটতি নিরূপণ, তারল্য পরিস্থিতি পর্যালোচনা, নিট মূলধন নির্ণয়, সম্পদের প্রকৃত মূল্য নির্ধারণ, সংশ্লিষ্ট ব্যাংকের মন্দ সম্পদকে পৃথকীকরণ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবে।

মেসেঞ্জার/ফামিমা