ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

দেশের স্বার্থে সবাইকে কর দিতে হবে: অর্থ উপদেষ্টা

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৪:০৮, ১৪ সেপ্টেম্বর ২০২৪

দেশের স্বার্থে সবাইকে কর দিতে হবে: অর্থ উপদেষ্টা

ফাইল ছবি।

নিজের জন্যে না হলেও দেশের স্বার্থে সবাইকে কর দিতে হবে বলে জানিয়েছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর মিলনায়তনে অর্থ আইন ২০২৪-এর মাধ্যমে প্রত্যক্ষ করের ক্ষেত্রে আনা পরিবর্তন নিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, বর্তমানে আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ দেশকে স্বয়ংসম্পূর্ণ করে তোলা। আর জন্যে দরকার রাজস্ব বোর্ডকে কর আদায়ের একটা লক্ষ্যমাত্রা তৈরি করা।

তিনি আরও বলেন, কর কাঠামোতে বৈষম্য থাকা যাবে না। অর্থনৈতিক সংস্কার নিয়ে মার্কিন ট্রেজারি বিভাগের সঙ্গে বৈঠক করা হবে। সংস্কার কাজে তাদের কাছে সহযোগিতা চাওয়া হবে।

মেসেঞ্জার/ফামিমা